০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১১:০৩:২০ অপরাহ্ন
রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ২৮-০৯-২০২৫
রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মর্মান্তিক  মৃত্যু

রাজশাহীর ভদ্রা মোড়ে ট্রেনের নিচে কাটা পড়ে ছাদেক আলী শেখ (৭০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাদেক আলী শেখ পাবনা জেলার ভাঁড়ারা পূর্ব জামুয়া এলাকার এ. রহমান শেখের ছেলে।

নিহতের নাতি মো. সোহানুর রহমান (২১) জানান, তারা ভিসা সংক্রান্ত কাজে রাজশাহী শহরে এসেছিলেন। ঘটনার সময় তার নানা রেললাইনের পাশে প্রস্রাব করতে যান। পরে লাইন পার হওয়ার সময় ট্রেনের গতি বুঝতে না পেরে ঢাকা থেকে রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেসের নিচে কাটা পড়েন।

প্রত্যক্ষদর্শী ইতি নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, “আমি তাকে রেললাইনের পাশে প্রস্রাব করতে দেখেছি। ওঠার সময় খেয়াল করেননি যে ট্রেন আসছে। অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটে।”

রাজশাহী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফয়সাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধুমকেতু এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়।

শেয়ার করুন