২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৮:২৭:৪৯ অপরাহ্ন
পাবনায় রেললাইনে ফাটল, ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল
  • আপডেট করা হয়েছে : ০৬-০১-২০২৪
পাবনায় রেললাইনে ফাটল, ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল

ঢাকা-ঈশ্বরদী রুটের রেলপথে পাবনার ভাঙ্গুড়ার বড়াল ব্রিজ স্টেশনসংলগ্ন পশ্চিম পাশে রেললাইনে ফাটল দেখা গেছে। ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচলে ঝুঁকির সৃষ্টি হয়েছে। 


অতিরিক্ত ঠাণ্ডায় রেল সংকুচিত হওয়ায় এই ফাটলের সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এতে রেলসংশ্লিষ্টরা ফাটলটি স্বাভাবিক বলছেন।


ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বড়াল ব্রিজ স্টেশনের পূর্বদিকের প্লাটফরম শেষে ১৫ গজ পরই মিটারগেজ লাইনের মাঝের একটি বেল ফেটে প্রায় আধা ইঞ্চি পরিমাণ ফাঁক হয়ে গেছে। বিষয়টি জানতে পেরে স্টেশনে কর্মরত স্টেশনমাস্টার বিষয়টি দেখে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছেন।


বড়াল ব্রিজ স্টেশনমাস্টার শফিকুল ইসলাম যুগান্তরকে জানান, এই ফাটলে রেল চলাচলে ঝুঁকি নেই। তবে বিষয়টি দ্রুতই সমাধান করা হবে।


শেয়ার করুন