২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ১০:১৯:৪২ পূর্বাহ্ন
দুর্গাপুরে নারী গ্রাম পুলিশকে শ্লীলতাহানীর অভিযোগ
  • আপডেট করা হয়েছে : ২১-০৬-২০২২
দুর্গাপুরে নারী গ্রাম পুলিশকে শ্লীলতাহানীর অভিযোগ

রাজশাহীর দুর্গাপুরে নলকূপ স্থাপনকে কেন্দ্র করে নারী গ্রামপুলিশকে মারধর ও শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই নারী গ্রাম পুলিশ। সোমবার (২০ জুন) থানায় সাধারণ ডায়েরি করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কাঠালবাড়ীয়া গ্রামে।

দুর্গাপুর থানায় করা সাধারন ডায়েরি সুত্রে জানা যায়, উপজেলার ঝালুকা ইউনিয়ন পরিষদের নারী গ্রামপুলিশ রোজিনা খাতুন সোমবার সকালে কাঁঠালবাড়ীয়া গ্রামে তার নিজবাড়ীর আঁঙ্গিনায় নলকূপ স্থাপন কাজ শুরু করে।

এসময় প্রতিবেশী আলমের পুত্র মেহেদী হাসান (১৯), নছু’র কন্যা হালেজা বেগম (৩০) ও আঃ রহিমের পুত্র মহসীন আলী (৪০) নলকূপ স্থাপনে বাধা দেয়। এনিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাটির এক পর্যায়ে নারী গ্রামপুলিশ রোজিনা খাতুনের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধোর করে জীবননাশের হুমকি দেয় এবং শ্লীলতাহানি করে প্রতিপক্ষরা।

এ ঘটনায় নারী গ্রামপুলিশ রোজিনা খাতুন বাদী হয়ে দুর্গাপুর থানায় সাধারন ডায়েরি করেছে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, নারী গ্রামপুলিশ মারপিট ও জীবন নাশের হুমকির অভিযোগে থানায় সাধারন ডায়েরি করেছে। এ ব্যাপারে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন