২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১০:৫৩:২০ অপরাহ্ন
উন্নয়ন সহযোগী সংস্থার সাথে রাজশাহী সিটি কর্পোরেশনের সমন্বয় সভা
  • আপডেট করা হয়েছে : ১৪-০২-২০২৪
উন্নয়ন সহযোগী সংস্থার সাথে রাজশাহী সিটি কর্পোরেশনের সমন্বয় সভা

রাজশাহী মহানগরীর উন্নয়নে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সাথে রাজশাহী সিটি কর্পোরেশনের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সমন্বয় সভায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, গণপূর্ত বিভাগ, রাজশাহী ওয়াসা, নেসকোর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশ নেন।

সভায় সভাপতির বক্তব্যে রাসিক মেয়র বলেন, গত মেয়াদে কয়েকবার রাজশাহীর বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সাথে সভা করেছি। যাতে কাজের ওভারল্যাপিং না হয়, সরকারি অর্থ অপচয় না হয়, সেই লক্ষ্যেই এই সমন্বয় সভা আয়োজন করা হয়েছে। সকলকে সমন্বিতভাবে রাজশাহীর উন্নয়নের লক্ষ্যে কাজ করে যেতে হবে।


সভায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক চলমান প্রকল্পসমূহের অগ্রগতি, গৃহীত প্রস্তাবিত প্রকল্প, আরডিএ মার্কেট, রাজশাহী সিটি কর্পোরেশনের এলাকা বর্ধিতকরণ প্রসঙ্গে আলোচনা করা হয়। রাজশাহী মহানগরীতে গণপূর্ত বিভাগের চলমান প্রকল্পসমূহের অগ্রগতি, গৃহীত প্রস্তাবিত প্রকল্প, ৩নং ওয়ার্ড মোল্লাপাড়া এলাকায় উদ্যান পার্ক নির্মাণ, শালবাগান ইমাম প্রশিক্ষণ কেন্দ্রের সম্মুখে ভূমিতে উদ্যান নির্মাণ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


এছাড়াও রাজশাহী ওয়াসা কর্তৃক চলমান প্রকল্পসমূহের অগ্রগতি, গৃহীত প্রস্তাবিত প্রকল্প, ওয়াসা কর্তৃক নগরীতে বিশুদ্ধ পানি সরবরাহে সড়কসমূহে পাইপ লাইন স্থাপনে রাস্তা কর্তন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও নগরীতে স্যূয়েরেজ লাইন স্থাপন বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ জিয়াউল হক, রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড মোঃ নিযাম উল আযীম,  প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মোঃ মোবারক হোসেন, নেসকোর নির্বাহী পরিচালক প্রকৌশলী মোঃ আঃ রশিদ, নির্বাহী পরিচালক প্রকৌশলী মোহাঃ শহীদ হোসেন, নেসকোর প্রধান প্রকৌশলী মোঃ জাকির হোসেন, রাসিকের প্রধান প্রকৌশলী মোঃ নূর ইসলাম তুষার, পিডাব্লুডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী, গণপূর্ত জোন রাজশাহীর মোঃ আব্দুল গোফফার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ ফজলুল হক, রাজশাহী ওয়াসার ডিএমডি মোঃ আল্লা হাফিজ, রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ঈ-সাঈদ, নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল হুদা, সহকারী প্রকৌশলী মোঃ আব্দুর রহিম, রাসিকের ইঞ্জিনিয়ারিং এ্যাডভাইজার মোঃ আশরাফুল হক, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট গোলাম মুর্শেদ, নেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আবদুর রশিদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাঃ নাশির উদ্দিন, আরডিএর প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মোঃ রহমতুল্লাহ বিপিএম, আরডিএর অথরাইজড অফিসার আবুল কালাম আজাদ, আরডিএর নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল তারিক, আরডিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় কুমার মহন্ত, নগর পরিকল্পনা মোঃ রাহেনুল ইসলাম, এস্টেট অফিসার মোঃ বদরুজ্জামান, রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার দাস, নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মুহাম্মদ আকিউল আজম, স্থপতি মোঃ জহুরুল আনোয়ার অনন্ত, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ.বি.এম আসাদুজ্জামান সুইট প্রমুখ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন