রাজশাহীর দুর্গাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪০ পানচাষির ২০ বিঘা জমির পানবরজ পুড়ে ছাই হয়েছে। সোমবার বিকালে উপজেলার বখতিয়ারপুর গ্রামের মাঠে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দুর্গাপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, দুর্গাপুর উপজেলার বখতিয়ারপুর মাঠে ৪০ জন পানচাষির ২০ বিঘা আয়তনের শতাধিক পানবরজ ছিল। সোমবার বিকালে হঠাৎ করেই একটি পানবরজে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে এ আগুন চারদিকে বিস্তার লাভ করে। একে একে পুড়ে ছাই হয়ে যায় শতাধিক পানবরজ।
আবহাওয়া উত্তপ্ত থাকায় চাষিরা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দুর্গাপুর ফায়ার সার্ভিসের টিম লিডার শাহিনুল ইসলাম জানান, পানবরজ খড় বাঁশ দিয়ে তৈরি করা হয়। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। শতাধিক পানবরজ পুড়ে যাওয়ায় চাষিদের কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।