২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১১:২১:৫৯ অপরাহ্ন
বাড়তি রাজস্ব সংগ্রহে করছাড় ও অব্যাহতি কমাবে এনবিআর
  • আপডেট করা হয়েছে : ১৫-০৫-২০২৪
বাড়তি রাজস্ব সংগ্রহে করছাড় ও অব্যাহতি কমাবে এনবিআর

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্তের পাশাপাশি বর্তমান সার্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে রাজস্ব আহরণ বাড়ানোর কোনো বিকল্প নেই। এ বাস্তবতা মাথায় নিয়ে আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে চলতি অর্থবছরের চেয়ে অন্তত ৭০ হাজার কোটি টাকার বাড়তি রাজস্ব আহরণে কর্মকৌশল ঠিক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ বাড়তি রাজস্ব সংগ্রহে বিভিন্ন ক্ষেত্রে করছাড় এবং অব্যাহতি কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।  


গতকাল রোববার আগারগাঁওয়ে রাজস্ব ভবনে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং প্রতিমন্ত্রী ওয়াসিফা আয়শা খানের সঙ্গে বৈঠক করে জিডিপির অনুপাতে রাজস্ব সংগ্রহ বাড়ানোর পরিকল্পনার কথা তুলে ধরেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। তবে রাজস্ব আহরণ বাড়ানোর তাগিদ দিলেও করদাতাদের ওপর চাপ সহনীয় পর্যায়ে রাখার পাশাপাশি স্থানীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার পরামর্শ দেন অর্থমন্ত্রী। বৈঠকে অর্থ মন্ত্রণালয় এবং এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


 


অর্থ মন্ত্রণালয় এবং এনবিআর সূত্রে জানা গেছে, অর্থনৈতিক অবস্থা বিবেচনায় নিয়ে আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেট কিছুটা সংকোচনমূলক করা হবে। বাজেট ঘাটতি ধারণযোগ্য পর্যায়ে রেখে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণসহ সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার। তবে আইএমএফের ঋণ কর্মসূচির আওতায় আগামী বাজেটে কর-জিডিপির অনুপাত শূন্য দশমিক ৫ শতাংশ বাড়াতে হবে। তাই বাজেটের আকার তুলনামূলক ছোট হলেও রাজস্ব বাড়াতেই হবে।


এদিকে আগামী বাজেট নিয়ে অর্থ বিভাগ এবং এনবিআরের প্রস্তুতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে দিকনির্দেশনা দিতে আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার গণভবনে অর্থমন্ত্রীসহ দুই সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার দিকনির্দেশনা দিতে অর্থ বিভাগের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। কাল এনবিআরের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় অর্থ বিভাগ এবং এনবিআর আগামী বাজেট চূড়ান্ত করবে। নতুন এ বাজেট আগামী ৬ জুন জাতীয় সংসদে উপস্থাপন করার কথা রয়েছে।


এনবিআরের লক্ষ্যমাত্রা হতে পারে ৪ লাখ ৮০ হাজার কোটি


চলতি বাজেটের তুলনায় মাত্র ৪ দশমিক ৬২ শতাংশ বাড়িয়ে আগামী বাজেটে ব্যয়ের আকার প্রাথমিকভাবে ৭ লাখ ৯৬ হাজার ৯০০ কোটি ঠিক করা হয়েছে। নতুন বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৫ লাখ ৫০ হাজার কোটি টাকা। এর মধ্যে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা এনবিআরকে আদায় করতে হবে। চলতি অর্থবছরের মূল বাজেটে যা ছিল ৪ লাখ ৩০ হাজার কোটি। সংশোধিত বাজেটে কমিয়ে করা হয় ৪ লাখ ১০ হাজার কোটি টাকা। আইএমএফের শর্ত অনুয়ায়ী আগামী অর্থবছর সরকারের ৪ লাখ ৭৮ হাজার কোটি টাকার কর রাজস্ব আদায় করতে হবে। কর রাজস্বের প্রায় পুরোটাই আদায় করে এনবিআর। করের বাইরে কিছু রাজস্ব রয়েছে।


করছাড় কমিয়ে আনার পরিকল্পনা


বর্তমানে বাংলাদেশে কর-জিডিপির অনুপাত ৭ দশমিক ৬ শতাংশ; যা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম। অনুপাত কমার অন্যতম কারণ হচ্ছে করছাড় এবং অব্যাহতি। গত নভেম্বরে প্রকাশিত এনবিআরের এক প্রতিবেদনে বলা হয়, ২০২০-২১ অর্থবছরে প্রত্যক্ষ করব্যয়ের পরিমাণ ছিল ১ লাখ ২৫ হাজার ৮১৩ কোটি টাকা। চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রেক্ষিতে জিডিপি আকার বিবেচনায় নিলে যা বেড়ে দাঁড়াবে ১ লাখ ৭৮ হাজার ২৪১  কোটি টাকা। ‘প্রত্যক্ষ করব্যয়’ বলতে রেয়াত, ছাড়, অব্যাহতি, কমহারে করারোপ না করলে যে পরিমাণ আয় হতে পারত। এনবিআর এ ধরনের ছাড় আগামী অর্থবছরে কমাতে চায়।


ঋণ কর্মসূচির আওতায় করছাড় কমাতে আইএমএফের শর্ত রয়েছে। শর্ত অনুযায়ী, ২০২৭ সালের ১ জুলাইয়ের আগে তিন ধাপে বিদ্যমান সব ধরনের করছাড় বাতিল করতে হবে। এ বাস্তবতায় আগামী ৩০ জুনের পর তথ্যপ্রযুক্তি খাতে কর অব্যাহতি সুবিধা প্রত্যাহারের কথা ভাবছে এনবিআর। একই সঙ্গে ৩৩ ধরনের উৎপাদনে দেওয়া করছাড় কমিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে।  প্রায় ৪৮৯টি এইচএস কোডভুক্ত পণ্য এবং প্রায় ৫০টি সেবাসহ দেশীয় শিল্পের বিকাশে একাধিক শিল্প খাতে ভ্যাট অব্যাহতি রয়েছে। প্রয়োজনীয়তা ও বিভিন্ন খাতের সক্ষমতা পর্যালোচনা করে পর্যায়ক্রমে এসব অব্যাহতি প্রত্যাহার করা হবে। পিআরআইর এক গবেষণায় বলা হয়েছে, কিছু ছাড় প্রত্যাহার করা হলে আগামী তিন থেকে চার বছরে বড়তি ৬০ হাজার কোটি টাকার রাজস্ব আহরণ সম্ভব।


শেয়ার করুন