২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ০২:০১:১০ পূর্বাহ্ন
অক্টোবরে ১৬৫ কোটি টাকার পণ্যসামগ্রী জব্দ বিজিবির
  • আপডেট করা হয়েছে : ০৪-১১-২০২৩
অক্টোবরে ১৬৫ কোটি টাকার পণ্যসামগ্রী জব্দ বিজিবির

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত অক্টোবর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১৬৫ কোটি ১৫ লাখ ১৩ হাজার টাকার চোরাচালান পণ্যসামগ্রী এবং অস্ত্র-গোলাবারুদ জব্দ হয়েছে। জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে স্বর্ণ, রুপা, কসমেটিকস সামগ্রী, গয়না, শাড়ি, পোশাক, কাঠ, চা পাতা, কয়লা, কষ্টিপাথরের মূর্তি, ট্রাক, বাস/মাইক্রোবাস, পিকআপ, প্রাইভেট কার, সিএনজি/ইজিবাইক এবং মোটরসাইকেল।উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল, গান পাউডার ম্যাগাজিন গুলি। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ইয়াবা ট্যাবলেট, ক্রিস্টাল মেথ আইস, হেরোইন, ফেনসিডিল, বিদেশি মদ, বাংলা মদ, বিয়ার, গাঁজা, নেশাজাতীয় ইনজেকশন, ইস্কাফ সিরাপ, কোকেন।


সীমান্তে বিজিবির অভিযানে ২২২ জন চোরাচালানিকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৭১ জন বাংলাদেশি নাগরিক, সাতজন ভারতীয় নাগরিক এবং ১৬০ জন মিয়ানমার নাগরিককে আটক করা হয়েছে। 

শেয়ার করুন