০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:৫৮:৪১ অপরাহ্ন
সর্বোচ্চ টাকা আয় করা ক্রীড়াবিদ রোনালদো
  • আপডেট করা হয়েছে : ১৯-০৫-২০২৪
সর্বোচ্চ টাকা আয় করা ক্রীড়াবিদ রোনালদো

গত এক বছরে ২৬ কোটি মার্কিন ডলার আয় করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যুক্তরাষ্ট্রের বিখ্যাত ম্যাগাজিন ফোর্বসের তথ্যানুসারে সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদের তালিকায় চতুর্থবারের মতো শীর্ষে রোনালদো।


এ তালিকায় রোনালদোর পরেই আছেন লিওনেল মেসি। গত এক বছরে সাড়ে ১৩ কোটি ডলার আয় করেছেন তিনি। তাকে টপকে দুইয়ে আছেন স্প্যানিশ গলফার জন রাম। বছরে তার আয় ২১.৮ কোটি মার্কিন ডলার। 


রোনালদো-মেসি ছাড়াও এ তালিকায় যথাক্রমে ছয়, সাত ও আটে আছেন- কিলিয়ান এমবাপ্পে (১১ কোটি ডলার), নেইমার (১০.৮ কোটি) ও করিম বেনজেমা (১০.৬ কোটি)।


রোনালদো ২৬ কোটির মধ্যে ২০ কোটি ডলারই পেয়েছেন আল নাসরের কাছ থেকে। মাঠের বাইরে বিজ্ঞাপন ও অন্যান্য কিছু তাকে তার আয় ছিল ৬ কোটি ডলার। আর মেসি ফুটবল খেলে পারিশ্রমিক পেয়েছেন সাড়ে ৬ কোটি ডলার। মাঠের বাইরে তার আয় ৭ কোটি ডলার।  


শেয়ার করুন