২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৭:২৬:০৭ অপরাহ্ন
রাসিকের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভা
  • আপডেট করা হয়েছে : ০২-০১-২০২৪
রাসিকের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভা

রাসিকের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরভবনের এ্যানেক্স ভবন সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ১৯নং ওয়ার্ড কাউন্সিলল তৌহিদুল হক সুমন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম।


প্রধান অতিথির বক্তব্যে প্যানেল মেয়র নিযাম উল আযীম বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে স্বাস্থ্য, পরিচ্ছন্ন, বৃক্ষরোপণ সহ নানা ক্ষেত্রে সুনাম দেশের গন্ডি পেরিয়ে দক্ষিণ এশিয়ায় সেরা নগরীতে পরিণত হয়েছে। যার সুফল ভোগ করছে নগরবাসী। অন্যান্য ক্ষেত্রের ন্যায় স্বাস্থ্য সেবায় অর্জিত সাফল্য ধরে রাখতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্টকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।


সভায় বক্তব্য দেন প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল মোমিন, কমিটির সদস্য ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, স্বাগত বক্তব্য দেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম। সভায় রাসিকের স্বাস্থ্য বিভাগের অধীন বিভিন্ন শাখার বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।


সভায় কমিটির সদস্য ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আকতারুজ্জামান, ৩নং সংরক্ষিত আসনের কাউন্সিলর সেবুন নেসা, ৪নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আলফাতুন নেসা, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর আলিফ আল মাহামুদ লুকেন, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান, ভ্যাটেরিনারী সার্জন ডাঃ ফরাদ উদ্দিন, ডাঃ তারিকুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান, জন্ম-মৃত্যু নিবন্ধন কর্মকর্তা নাজমা খাতুন সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন