২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১০:৫৪:২২ অপরাহ্ন
ড্রোন বিক্রির বদলে বিনামূল্যে দেবে তুরস্ক
  • আপডেট করা হয়েছে : ২৮-০৬-২০২২
ড্রোন বিক্রির বদলে বিনামূল্যে দেবে তুরস্ক

তুরস্কের বিখ্যাত বায়রাকতার টিবি-২ ড্রোনের উৎপাদনকারী প্রতিষ্ঠান বায়কার জানিয়েছে, তারা ইউক্রেনকে তিনটি ড্রোন দেবে। 



কিন্তু এ ড্রোনের জন্য তারা কোনো অর্থ নেবে না। ড্রোন বেঁচার বদলে ইউক্রেনকে বিনামূল্যে তিনটি ড্রোন দেবে তারা। 


তুরস্কের ড্রোন কেনার জন্য ইউক্রেনের সাধারণ মানুষ অর্থ দান করে। দান করা অর্থের পরিমাণ এত বেশি হয় যে সেই অর্থ দিয়ে বেশ কয়েকটি বায়রাকতার ড্রোন কেনা যাবে। 


সাধারণ মানুষ ড্রোন কেনার জন্য টাকা তুলেছে সেটি জানতে পেরে ইউক্রেনকে বিনামূল্যেই ড্রোন দেওয়ার সিদ্ধান্ত নেয় তুরস্কের প্রতিষ্ঠানটি। 


এ ব্যাপারে কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়, টিবি-২ ড্রোনের জন্য কোনো অর্থ নেবে না বায়কার এবং ইউক্রেনকে বিনামূল্যে তিনটি ড্রোন দেবে। 


কোম্পানিটি আরও জানিয়েছে, ড্রোনের জন্য সাধারণ মানুষ যেসব অর্থ তুলেছে সেগুলো মানবিক কাজে ব্যবহার করার জন্য প্রেরণ করা হবে। 


কোম্পানিটি জানিয়েছে, তারা আশা করে ইউক্রেন যুদ্ধ থেমে যাবে এবং দীর্ঘমেয়াদি শান্তি আসবে। 

শেয়ার করুন