০২ এপ্রিল ২০২৩, রবিবার, ০৫:৪৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ষণ মামলায় অব্যাহতি পেলেন সাবেক এমপি আরজু চারঘাটে মাদকের টাকার জন্য যুবককে অপহরণ, ভারতের মাদক কারবারিদের মহান স্বাধীনতা দিবস আজ রাজশাহীর গোদাগাড়ীতে নতুন করে ৪২০ টি ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ীর চাবি ও দলিল হস্তান্তর সাঁথিয়ায় ডাক বিভাগের পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত-২ মাদারীপুরের শিবপুরে বাস খাদে, নিহত ১৭, আহত ৩০ কারাগার থেকে মুক্তি পেলেন চিত্রনায়িকা মাহি তাহেরপুর পৌর আ.লীগের দলীয় পদ থেকে মুনসুর ও মেয়র কালামকে অব্যাহতি রাজশাহী বঙ্গবন্ধু কলেজে ১৭ শিক্ষক-কর্মচারী নিয়োগ ধরে ফেলায় হাজিরা খাতা গায়েব জাতির পিতার মানবিকতা ও মানুষের প্রতি দরদ শিশুকালেই জানা গেছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ঈদের নাটকে বিদ্যা সিনহা মিম
  • আপডেট করা হয়েছে : ২৯-০৬-২০২২
ঈদের নাটকে বিদ্যা সিনহা মিম

সিনেমার কাজে ব্যস্ততা এখন অনেক কম। তাই নাটকেও সময় দেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সম্প্রতি তিনি ‘চেহারা’ নামে একটি নাটকে অভিনয় করেছেন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক।

নাটকটি পরিচালনা করেছেন জামাল মল্লিক। রাজধানী উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম বলেন, ‘আমি যখন নাটকে নিয়মিত অভিনয় করতাম সে সময় জামাল মল্লিক ভাইয়ার অনামিকা নামে একটি নাটকে অভিনয় করেছিলাম।

বহু বছর পর আবারও তার সঙ্গে কাজ করেছি। নাটকের গল্প এবং আমার চরিত্রটি ভীষণ ভালো লেগেছিল বলেই কাজটি করেছি। মনোজ ভাই খুব ভালো অভিনেতা। আশা করছি নাটকটি সবার ভালো লাগবে।’ মনোজ প্রামাণিক বলেন, ‘মিম যখন অভিনয় শুরু করেন তখন আমি সহকারী পরিচালক হিসাবে কাজ করতাম।

সে সময় অভিনয় করব, এমনটাও ভাবনায় ছিল না। এখন আমি অভিনয় নিয়ে ব্যস্ত। অন্যদিকে মিমও এখন বড় তারকা। তার সঙ্গে অবশেষে প্রথম কাজ হলো, এটাও অনেক ভালোলাগার। মূলকথা কাজটি ভালো হয়েছে। আশা করছি দর্শকের ভালো লাগবে।’ নির্মাতা জানিয়েছেন আগামী ঈদে নাটকটি দীপ্ত টিভিতে প্রচার হবে।

শেয়ার করুন