০৭ জুলাই ২০২৪, রবিবার, ০৭:২২:২৫ অপরাহ্ন
রাসিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীর ঈদের দিনের ছুটি বাতিল
  • আপডেট করা হয়েছে : ১২-০৬-২০২৪
রাসিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীর ঈদের দিনের ছুটি বাতিল

রাজশাহী সিটি কর্পোরেশন থেকে পবিত্র ঈদুল আযহা-২০২৪ উপলক্ষ্যে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাইকরণ ও দ্রুত বর্জ্য অপসারণ বিষয়ে অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে রাসিকের ৩০টি ওয়ার্ড সচিব ও ওয়ার্ড সুপারভাইজারেরা (পরিচ্ছন্ন) দ্রুত সময়ে কোরবানির বর্জ্য অপসারণ করবেন। এজন্যে পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীর ঈদের দিনের ছুটি বাতিল করা হয়েছে।


মঙ্গলবার (১১ জুন) দুপুর ১২টায় নগর ভবনের সিটি হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম।


সভায় উপস্থিত ছিলেন ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম খান জনি, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার। সভা সঞ্চালনা করেন উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।


সভায় জানানো হয়, পবিত্র ঈদুল আজহার পরদিনই নগরবাসীকে পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়ার লক্ষ্যে কোরবানির বর্জ্য অপসারণে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কোরবানির পশু জবাইয়ের পর ওই স্থানে ব্লিচিং পাউডার ছিটানো, পর্যাপ্ত পানি দিয়ে ধুয়ে ফেলতে ওয়াটার ট্যাংকারের ব্যবস্থা রাখা হয়েছে। দ্রুত বর্জ্য অপসারণ বিষয়ে লিফলেট প্রস্তুত করা হয়েছে। প্রস্তুতকৃত লিফলেট জনসাধারণকে অবহিত করণের লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডের অন্তর্গত মসজিদের ইমাম দ্বারা জুমার নামাজের খুতবায় ও ঈদুল আজহার জামাতে প্রচারের ব্যবস্থা করা হয়েছে। পরিচ্ছন্ন বিভাগের সব (কেন্দ্রীয় ও ওয়ার্ড) পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর ঈদের দিনের ছুটি বাতিল করা হয়েছে।


পরিচ্ছন্ন কার্যক্রম জোরদারকরণে ওয়াটার ট্যাংকার ব্যবহার করা হবে। সব কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঈদের দিন কন্ট্রোলরুম খোলা হয়েছে। বর্জ্য অপসারণে রাসিক কন্ট্রোলরুমের মোবাইল নম্বরসমূহ হচ্ছে, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা-০১৭৪০-০০৩০৪০, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং)-০১৭১৩-০৯৮৯৫৬, অফিস সহকারী- ০১৫২১-৩৬৫৩৬৬, সুপারভাইজার-০১৭৫১-০০৩০৬৩। অভিযোগ গ্রহণের সময় ঈদুল আজহার দিন বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত।


সভা প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর নিযাম উল আযিম বলেন, মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের দিকনির্দেশনায় বিগত বছরগুলোর ন্যায় এবারো দ্রুত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে। পরিচ্ছন্ন রাজশাহীর সুনাম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। বিগত বছরের ন্যায় এবারো দ্রুত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে আমরা নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।

শেয়ার করুন