০৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ০৯:০৪:২৮ পূর্বাহ্ন
সমুদ্রে মায়ের সামনেই তলিয়ে গেল ছেলে
  • আপডেট করা হয়েছে : ১৫-০৬-২০২৪
সমুদ্রে মায়ের সামনেই তলিয়ে গেল ছেলে

পশ্চিমবঙ্গের দিঘা সমুদ্রে দুই ছেলেকে সঙ্গে নিয়ে স্নান করতে নেমেছিলেন মা। কিন্তু ক্ষণিকের ভুলে চোখের সামনেই উত্তাল সমুদ্রে তলিয়ে গেল বড় ছেলে। ভাইকে ডুবতে দেখে জলে ঝাঁপ দিয়েছিল ছোট ভাই। কিন্তু শেষরক্ষা হল না! দিঘা থানার পুলিশের তৎপরতায় স্পিডবোট নামিয়ে তল্লাশি চালিয়েও খোঁজ মিলল না কিশোরের।  খবর আনন্দবাজার অনলাইনের।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার দুপুরের দিকে বড় ছেলে শু‌ভজিৎ ও ছোট ছেলে বিশ্বজিৎকে নিয়ে নিউ দিঘার জগন্নাথ ঘাটে স্নান করতে গিয়েছিলেন মা। তারা মধ্যমগ্রামের বাসিন্দা। সঙ্গে বাড়ির অন্য লোকেরাও ছিলেন। সেই সময়ে মায়ের চোখের সামনে তলিয়ে সমুদ্রে তলিয়ে যায় শুভজিৎ (১৫)। ভাইকে ডুবতে দেখে বিশ্বজিৎ জলে ঝাঁপ দিয়েছিল। সে-ও তলিয়ে যাচ্ছিল। মায়ের চিৎকার শুনে বিষয়টি লবণশ্রমিকদের নজরে আসে। তাদের কয়েক জন জলে ঝাঁপ দিয়ে বিশ্বজিৎকে উদ্ধার করতে পারলেও নাগাল পাননি শুভজিতের। পরে স্পিডবোট নামিয়ে তল্লাশিও চালানো হয়। কিন্তু কিশোরের হদিস মেলেনি।

শেয়ার করুন