২০ মে ২০২৫, মঙ্গলবার, ১০:০১:৪৯ অপরাহ্ন
সাকিবের বিরুদ্ধে অবশ্যই অনেক প্ল্যান আছে’
  • আপডেট করা হয়েছে : ১৬-০৬-২০২৪
সাকিবের বিরুদ্ধে অবশ্যই অনেক প্ল্যান আছে’

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের ৩৭তম ম্যাচে আগামীকাল ভোরে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচটি টাইগারদের জন্য খুবই গরুত্বপূর্ণ। এই ম্যাচে জয় পেলেই ‘ডি’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কোয়াটার ফাইনালে চলে যাবে বাংলাদেশ।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে আলাদা কোনো প্ল্যান আছে কিনা। এমন প্রশ্নের জবাবে নেপালের প্রধান কোচ মন্টি দেসাই বলেছেন, ‘আসলে টি-টোয়েন্টিতে অনেক তথ্য পাওয়া যায়। সবারই প্ল্যান থাকবে। বাঁহাতিদের ক্ষেত্রে সাধারণভাবে যা হয়ে থাকে অফ স্পিনার নিয়ে আসা হয়। সবই ঠিক আছে। বিষয়টা হচ্ছে যে বল করবে তার ভেতর ক্ষুধাটা থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘সাকিব আল হাসানের অনেক অভিজ্ঞতা আছে। ৩০০ এর চেয়ে বেশি ম্যাচ খেলেছে, সব ফরম্যাটে খেলেছে। দলটির নেতা বলা যায়। আমরা দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যানদের বিপক্ষে উইকেট তুলেছি। সাকিব আল হাসানের বিরুদ্ধে কী প্ল্যান আছে আমি তা বলব না, তবে অবশ্যই অনেক প্ল্যান রয়েছে।’

দেসাই আরও বলেন, ‘আসলে আমরা আমাদের গল্পটা গড়ে তুলছি। কারও গল্প নষ্ট করতে চাই না। ড্রেসিংরুমে যে বার্তা ছড়িয়ে দিতে চেয়েছি যে আমরা বিশ্বাস করতে চাই গতকাল ম্যাচটা জিতেছি। বিশ্বাস করতে চাই আমরা ৩ পয়েন্টে আছি বাংলাদেশ ম্যাচের দিকে তাকিয়ে সুপার এইটের দিকে তাকিয়ে আছি। যদি এই মানসিকতা নিয়ে খেলতে পারি, লড়াই করতে পারি, জিততে পারি, তাহলে আমি মনে করি ভালো স্মৃতি নিয়ে দেশে ফিরতে পারব।’

শেয়ার করুন