২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৭:৫৯:৪৮ অপরাহ্ন
বিহারে বজ্রপাতে ১০ জনের মৃত্যু
  • আপডেট করা হয়েছে : ০৩-০৭-২০২২
বিহারে বজ্রপাতে ১০ জনের মৃত্যু

ভারতের বিহার রাজ্যে গত এক সপ্তাহে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু শনিবারই বজ্রপাতে প্রাণ গেছে কমপক্ষে ১০ জনের।

রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, শনিবার সারান জেলায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

এছাড়া সিওয়ান, হাজিপুর, বাঁকা ও গোপালগঞ্জ জেলায় এক জন করে মারা গিয়েছেন। গত ২৪ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে বিহারে বজ্রপাতে মোট ২৬ জনের মৃত্যু হয়েছে।
 
বিহারের উত্তর-মধ্য ও দক্ষিণ-পশ্চিম অংশের একাধিক এলাকায় ভারি বৃষ্টি হয়েছে। বারাউনিতে বৃষ্টির পরিমাণ ৯৩.২ মিমি।

বীরপুরে বৃষ্টি হয়েছে ৬৮.৮ মিমি। আবহাওয়া দফতর জানিয়েছে, বিহারে আরও বৃষ্টিপাত হবে। আগামী ৪ জুলাই পর্যন্ত বজ্রসহ ভারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

শেয়ার করুন