১৭ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ০১:৩৭:৪০ পূর্বাহ্ন
সারাদেশে অর্ধেকের বেশি থানায় পুলিশের কার্যক্রম শুরু
  • আপডেট করা হয়েছে : ১০-০৮-২০২৪
সারাদেশে অর্ধেকের বেশি থানায় পুলিশের কার্যক্রম শুরু

রাজধানীসহ সারাদেশে অর্ধেকের বেশি থানাগুলো কার্যক্রম চালু করেছে। থানাগুলোতে বিশেষ নিরাপত্তা দিচ্ছেন সেনাসদস্যরা। শেখ হাসিনা সরকারের পতনের পরে নিরাপত্তাজনিত কারণে দেশের বেশিরভাগ থানার কার্যক্রম বন্ধ ছিল।



পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সারাদেশে ৬৩৯ থানার মধ্যে শুক্রবার পর্যন্ত ৩৬১টি থানায় পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। ১১০টি মেট্রোপলিটন থানার মধ্যে ৭০টি এবং রেঞ্জের ৫২৯টি থানার মধ্যে ২৯১টির কার্যক্রম চালু হয়েছে।



পুলিশ কর্মকর্তারা বলছেন, তারা আপাতত সাধারণ ডায়েরির পাশাপাশি মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করছেন। থানাগুলোর নিরাপত্তায় সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।


রাজধানীতেও অর্ধেকের বেশি থানার কার্যক্রম চালু হয়েছে। রাজধানীর বিভিন্ন থানায় সীমিত পরিসরে কার্যক্রম চলছে।


শেয়ার করুন