১৭ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ০১:৫২:৫৮ পূর্বাহ্ন
বিতর্কিত সচিবদের বরখাস্তে ২ দিনের আলটিমেটাম
  • আপডেট করা হয়েছে : ১২-০৮-২০২৪
বিতর্কিত সচিবদের বরখাস্তে ২ দিনের আলটিমেটাম

আওয়ামী লীগের শাসনামলে বঞ্চিত ক্যাডার ও নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের ক্ষতি দুইদিনের মধ্যে পুষিয়ে দেওয়ার আলটিমেটাম দিয়েছে বৈষম্যের শিকার কর্মচারী ফোরাম।

ফোরামের নেতারা বলেছেন, বিতর্কিত সচিব, বিভিন্ন অধিদপ্তরের ডিজি, করপোরেশনের চেয়ারম্যান এবং পরিচালকদের ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে। যেখানে যে পদেই হোক, চুক্তিভিত্তিক সব নিয়োগ ৪৮ ঘণ্টার মধ্যে বাতিল করতে হবে। উল্লিখিত পদে বিতর্কিত সব কর্মকর্তাকে বরখাস্ত করে বিগত সময়ে পদোন্নতিবঞ্চিত যোগ্য কর্মকর্তাদের পদায়ন করতে হবে। তারা বলেছেন, শেখ হাসিনা সরকারকে বারবার ক্ষমতায় বসানোর পেছনে যারা অসাংবিধানিকভাবে বিতর্কিত ভূমিকা রেখেছেন, তদন্ত করে তাদের বিচারের আওতায় আনতে হবে। বিশেষ করে পুলিশ ও প্রশাসন ক্যাডারের বিতর্কিত কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করতে হবে। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং করপোরেশনগুলোয় কর্মরত সরকারের পদলেহীদের বরখাস্ত করতে হবে।

শেয়ার করুন