২৯ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ০৫:২৯:৩৩ পূর্বাহ্ন
ছাত্র আন্দোলনে সক্রিয় থাকায় হামলা, প্রতিবাদে রাবিতে মানববন্ধন
  • আপডেট করা হয়েছে : ২৯-০৮-২০২৪
ছাত্র আন্দোলনে সক্রিয় থাকায় হামলা, প্রতিবাদে রাবিতে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. অনিক আহমেদের ওপর হামলার প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা।


বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনের সামনে এ মানববন্ধন হয়।


মো. অনিক আহমেদের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে। রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই সম্পৃক্ত তিনি। পরে ক্যাম্পাস বন্ধ হয়ে গেলে নিজ এলাকায় আন্দোলনে অংশগ্রহণ করেন। এর জেরে ২৫ জুলাই বেলকুচিতে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তার ওপর হামলা করেন।


মানববন্ধনে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. হারুনুর রশিদ বলেন, রাতের আঁধারে কুড়াল দিয়ে মাথায় আঘাত করে হত্যার চেষ্টা করা হয় অনিককে। আমি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।


শেয়ার করুন