২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৯:২১:৩৯ অপরাহ্ন
উখিয়া ক্যাম্পে ফের দুই রোহিঙ্গাকে হত্যা
  • আপডেট করা হয়েছে : ১৬-০৯-২০২৪
উখিয়া ক্যাম্পে ফের দুই রোহিঙ্গাকে হত্যা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের পৃথক স্থানে গুলি ও ছুরিকাঘাতে দুই রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। 


সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোররাতে পালংখালীর জামতলী রোহিঙ্গা ক্যাম্প-১৫ ও রাজাপালংয়ের রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশনে পৃথক এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন উখিয়া থানায় ওসি মো. শামীম হোসেন।


নিহতরা হলেন, উখিয়ার পালংখালীর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের নুর বশর (৫৪) ও রাজাপালংয় রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা কবির আহমেদ(২৭)। 


ওসি শামীম হোসেন জানান, সোমবার ভোররাতে জামতলী রোহিঙ্গা ক্যাম্পের সামনে নুর বশরকে ৩০-৪০ জন অস্ত্রধারী বাড়ি থেকে বের করে এনে গুলি করে। অপরদিকে, রাজাপালং ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশন থেকে কিছু দূরে কবির আহমেদকে গুলি করা হয়। এরপর চাকু দিয়ে একাধিক আঘাত করে নিশ্চিত করা হয় তার মৃত্যু।


খবর পেয়ে উখিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল সম্পন্ন করে। পরে লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়। 


উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর রাজাপালং ও পালংখালীর রোহিঙ্গা ক্যাম্পে দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা করেছিল দুর্বৃত্তরা। 


শেয়ার করুন