২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৬:১৩:২৫ পূর্বাহ্ন
‘লেবাননে অতর্কিত হামলা চালাতে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র’
  • আপডেট করা হয়েছে : ২৬-০৯-২০২৪
‘লেবাননে অতর্কিত হামলা চালাতে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র’

লেবাননে ব্যাপক বোমাবর্ষণ ও বিমান হামলা চালাতে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি এই মন্তব্য করেছেন। খবর ইরান ইন্টারন্যাশনালের। 


বুধবার (২৫ সেপ্টেম্বর) খামেনি বলেছেন, যুদ্ধক্ষেত্রে ইসরায়েলি শত্রুরা অত্যন্ত অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত এবং তাদের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা শুরুর পর প্রথমবার এমন মন্তব্য করলেন ইরানের সর্বোচ্চ নেতা। 


অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক সাক্ষাৎকারে আল জাজিরাকে বলেছেন, আমাদের প্রশাসন ২০১৫ সালে পারমাণবিক চুক্তিতে যারা জড়িত ছিল তাদের সঙ্গে আলোচনায় ইচ্ছুক। কিন্তু এই আলোচনা পুনরায় শুরু করার জন্য যুক্তরাষ্ট্র স্বদিচ্ছা দেখাচ্ছে না। 


মাসুদ আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে আমাদের কোনো সমস্যা নেই । 


এ ছাড়া খামেনি তার ভাষণে জানান, আমার নেতৃত্বে ইরান বিশ্বের সঙ্গে আলাদা হয়ে পড়েছে বলে যে সমালোচনা চলছে তা সত্য নয়। এনিয়ে খামেনি বলেছেন, আজ আমাদের এমন দেশগুলোর সঙ্গে যোগাযোগ এবং সম্পর্ক যেখানে বিশ্বের জনসংখ্যার অর্ধেক বাস করে। 


ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, এমন দেশ বলতে তিনি রাশিয়া ও চীনের কথা উল্লেখ করেছেন বলে মনে হচ্ছে। 


শেয়ার করুন