রাজশাহী: বিশ্বনবী মুহাম্মাদ (সা:) কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং বিজেপি নেতা কর্তৃক মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার প্রতিবাদে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুম্মা ইসলামী সোসাইটি অফ রুয়েটের সভাপতি মোহাম্মদ সোহান এর নেতৃত্বে রুয়েটের কেন্দ্রীয় জামে মসজিদ হতে তালাইমারি মোড় পর্যন্ত এই প্রতিবাদী মিছিল (৪৫০/৫০০) অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ মিছিল চলাকালে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্বের মুসলিম এক হও এক হও। বিশ্ব নবীর দুশমনেরা হুশিয়ার সাবধান। আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মোস্তফা। বিশ্ব নবীর অপমান, সইবে নারে মুসলমান। জালরে জ্বালো, আগুন জ্বালো। আলজিহাদ আলজিহাদ বলে শ্লোগান দেন।
এসময় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মিছিলটি রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু করে তালাইমারি মোড় প্রদক্ষিণ করে রুয়েট প্রধান গেট সংলগ্ন সড়কে সংক্ষিপ্ত সময় অবস্থান করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ করেন।