২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১১:১৭:৫৪ অপরাহ্ন
প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বিএনপি
  • আপডেট করা হয়েছে : ০৫-১০-২০২৪
প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বিএনপি

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে সংলাপে যোগ দিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীগের নেতৃত্বে প্রতিনিধি দল।


শনিবার (৫ অক্টোবর) দুপুর আড়াইটায় এ সংলাপ শুরু হয়।

 

ছয় সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ।

জানা গেছে, আলোচনার টেবিলে মূল ইস্যু হিসেবে থাকছে রাষ্ট্র সংস্কারে গঠিত ছয় কমিশনের কার্যক্রম, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।


বিএনপির জ্যেষ্ঠ্য নেতারা বলছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। পূর্ণাঙ্গ রাষ্ট্র সংস্কারের দায়িত্ব হবে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাজ। এ বিষয়টিই তুলে ধরা হবে সংলাপে।


শেয়ার করুন