২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০১:১৪:২৭ অপরাহ্ন
রুশ বাহিনীর ফেলে যাওয়া অস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে ইউক্রেন
  • আপডেট করা হয়েছে : ০৫-১১-২০২২
রুশ বাহিনীর ফেলে যাওয়া অস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে ইউক্রেন

রুশ সেনারা গত মার্চ মাচে ত্রসতিয়ানেৎসে ইউক্রেনীয় বাহিনীর প্রচণ্ড হামলার মুখে অস্ত্র ফেলে পালিয়ে যেতে বাধ্য হয়।

এসব সামরিক অস্ত্রের মধ্যে রয়েছে রাশিযার নির্মিত টি-৮০ ট্যাংক। এসব ট্যাংক দিয়ে গুক্রবার রুশ-নিয়ন্ত্রিত দোনবাস অঞ্চলের বাখমুত এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে ইউক্রেন। খবর রয়টার্সের।

ইউক্রেনীয় বাহিনীর এ হামলায় বেশ কার্যকর ভূমিকা পালন করছে রুশ বাহিনীর ফেলে যাওয়া অস্ত্রগুলো।

দোনবাস পুনরুদ্ধারে রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে ভয়াবহ সংঘর্ষ চলছে ইউক্রেনীয় বাহিনীর।

এদিকে, ইউক্রেনীয় বাহিনীর ওপর পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। দোনবাস অঞ্চলের বাখমুত ছাড়াও পার্শ্ববর্তী আভদিভকায় প্রচণ্ড হামলা শুরু করেছে রুশ বাহিনী।

রাশিয়ার টি-৮০ মডেলে ট্যাংক ছাড়াও ফেলে যাওয়া সামরিক যানের মধ্যে রয়েছে ২এস২৩ ও নোভা এসভিকে স্বয়ংক্রিয় মর্টার।

শেয়ার করুন