২১ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ০৮:৪৫:৩২ অপরাহ্ন
বাঘার মাদক সম্রাট জাহাঙ্গীর গ্রেপ্তার
  • আপডেট করা হয়েছে : ২১-০৯-২০২৫
বাঘার মাদক সম্রাট জাহাঙ্গীর গ্রেপ্তার

রাজশাহীর বাঘা উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর দেওয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) ভোরে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার জাহাঙ্গীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চৌমাদিয়া গ্রামের বাসিন্দা। 


পুলিশ জানায়, তিনি একাধিক মাদক মামলার আসামি এবং তার বিরুদ্ধে তিনটি জিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।


দীর্ঘদিন ধরে তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ রবিবার ভোরে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়ে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, ‘জাহাঙ্গীর হোসেন এলাকার একজন চিহ্নিত মাদক সম্রাট। তিনি তিনটি মামলায় ওয়ারেন্ট মাথায় নিয়ে গোপনে পালিয়ে ছিলেন।


রবিবার ভোরে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।’


শেয়ার করুন