০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:২৯:৪১ অপরাহ্ন
বহু বছর পর নিজের ভোট নিজে দেবেন: ধর্ম উপদেষ্টা
  • আপডেট করা হয়েছে : ১৪-১০-২০২৪
বহু বছর পর নিজের ভোট নিজে দেবেন: ধর্ম উপদেষ্টা

ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, 'বহু বছর পর আপনাদের নিজের ভোট নিজে দেবেন। ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবেন।' এর আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার ওপর জোর দেন তিনি।


শনিবার (১৩ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের দমদমা এলাকায় মাদরাসাতুস শরফ আল ইসলামীয়া মাদরাসা আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, আমরা একটি পরিস্থিতিতে বাংলাদেশের দায়িত্ব নিয়েছি। আমরা শাসন করতে আসিনি। আগামীতে যারা দেশ শাসন করবে তাদের পথ তৈরি করে দিতে এসেছি। আমাদের মেয়াদ কম, সংস্কার করবো, রাজনীতি স্থিতিশীল করার জন্য মেহনত করে যাচ্ছি। অর্থনীতিকে চাঙ্গা করতে চাই। আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে চাই।


নির্বাচন কমিশন ঢেলে সাজিয়ে তারপর নির্বাচন দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, এ জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। সহযোগিতা করলেই সহজে এসব কর্মকাণ্ড করা সম্ভব হবে।


শেয়ার করুন