০৩ নভেম্বর ২০২৪, রবিবার, ০১:০০:৪৫ পূর্বাহ্ন
কার্তিকের ভুল ভুলাইয়ায় একসঙ্গে দিলজিৎ-পিটবুল
  • আপডেট করা হয়েছে : ১৬-১০-২০২৪
কার্তিকের ভুল ভুলাইয়ায় একসঙ্গে দিলজিৎ-পিটবুল

মুক্তির অপেক্ষায় বলিউডের অন্যতম জনপ্রিয় হরর-কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ভুল ভুলাইয়া ৩’। বেশ ‍কিছু কারণেই সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহের সীমা নেই। তৃতীয় কিস্তিতে ফিরেছেন বিদ্যা বালান। সঙ্গী হয়েছেন মাধুরী দিক্ষীত।


আর এবার গায়ক দিলজিৎ দোসাঞ্জ-এর সঙ্গে কণ্ঠ মেলালেন বিশ্বখ্যাত গায়ক পিটবুল। সব মিলিয়ে ‘ভুল ভুলাইয়া ৩’ যেন উত্তেজনার পারদ ছড়িয়ে যাচ্ছে! 

আনিস বাজমির বিখ্যাত ফ্র্য়াঞ্চাইজি ‘ভুল ভুলাইয়া ৩’ ট্রেলারেই বাজিমাত করেছে। ফের সিনেমাটিতে মুল ভূমিকায় দেখা যাবে কার্তিক আরিয়ানকে। প্রথম কিস্তিতে ছিলেন অক্ষয় কুমার।


দ্বিতীয়ের পর তৃতীয়টিতেও কার্তিক আরিয়ান। ‘ভুল ভুলাইয়া ৩’-এর টাইটেল ট্র্যাকটি আগামীকাল অর্থাৎ বুধবার মুক্তি পেতে চলেছে বলে আজ জানিয়ে দেন সিনেমার মুখ্য চরিত্র রুহ বাবা ওরফে কার্তিক ৷ এদিন ইনস্টাগ্রামে সিনেমার টাইটেল ট্র্যাকের টিজার শেয়ার করে কার্তিক লিখেছেন, ‘দিলজিৎ এবং পিটবুলের যুগলবন্দিতে রুহ বাবাকে চিনবেন বিশ্বের মানুষ ৷ যা খুব ভালো হতে চলেছে ৷’ এরপরই দেখা গিয়েছে গানের চেনা সুর ব্যাকগ্রাউন্ডে বাজছে, তাতে গলা মেলাচ্ছেন পিটবুল ও দিলজিৎ ৷ গানের তালে চেনা মেজাজে রুহবাবা ৷

‘ভুল ভুলাইয়া ৩’-এর বাড়তি পাওনা বিদ্যা বালান ও মাধুরী দীক্ষিত। ভুতুড়ে সেই রাজপ্রাসাদে আসল মঞ্জুলিকা কে? সেই রহস্যের সন্ধানে ‘রুহ’ বাবা ওরফে কার্তিক আরিয়ান। সঙ্গে তৃপ্তি দিমরিও থাকছেন।


সেই সঙ্গে জল্পনা চলছে যে এই তৃতীয় কিস্তিতে কার্তিক আরিয়ানের সঙ্গে ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে অক্ষয় কুমারকে।

এ বছর দীপাবলির উৎসবে মুক্তি পাবে ‘ভুল ভুলাইয়া ৩’। একইসঙ্গে মুক্তি পাবে আরেক বিগ বাজেটের চলচ্চিত্র ‘সিংহাম ৩’। তারকাবহুল এই সিনেমাটি ঘিরেও দর্শক উন্মাদনা চোখে পড়ার মতো। তাই লড়াইটা জমজমাট হবে তা বলাই বাহুল্য।


শেয়ার করুন