২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০২:০৪:৩৮ অপরাহ্ন
রাজধানীতে লক্কড়ঝক্কড় বাস চায় না বিআরটিএ
  • আপডেট করা হয়েছে : ২৮-০৫-২০২৩
রাজধানীতে লক্কড়ঝক্কড় বাস চায় না বিআরটিএ

রাজধানীতে ২০ জুনের মধ্যে লক্কড়ঝক্কড় বাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ সিদ্ধান্ত কার্যকর করতে বিআরটিএ কর্তৃপক্ষকে সহযোগিতার আশ্বাস দিয়ে পরিবহন মালিক সমিতি রাজধানীতে বাস ভাড়া বৃদ্ধির প্রস্তাব করেছে। যদিও এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত হয়নি।

গত বৃহস্পতিবার বিআরটিএ বনানী কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে এসব বিষয় উঠে আসে। বৈঠকে বিআরটিএ কর্মকর্তা, পুলিশ, পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা ছিলেন। ঢাকা মহানগরীতে গণপরিবহনে ই-টিকিটিং, রুট পারমিটবিহীন, বায়ুদূষণকারী, লক্কড়ঝক্কড়, ফিটনেসবিহীন, রংচটা গাড়ি রাস্তায় চলাচল বন্ধে এ বৈঠকের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। ছিলেন বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী প্রমুখ।

বৈঠকে সড়ক সচিব বলেন, ঢাকা মহানগরীতে রুট পারমিটবিহীন, বায়ুদূষণকারী, লক্কড়ঝক্কড়/ফিটনেসবিহীন, রংচটা গাড়ি রাস্তায় চলাচল বন্ধ করতে হবে। ২০ জুনের মধ্যে প্রতিটি পরিবহন কোম্পানির নিজ দায়িত্বে যানবাহন ঠিক করতে হবে। নিতে হবে ফিটনেস সার্টিফিকেট।

খন্দকার এনায়েত উল্লাহ বলেন, ২০ জুনের মধ্যে প্রতিটি পরিবহন কোম্পানির বাস ঠিক না করলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ যে সিদ্ধান্ত নেবে, সে অনুযায়ী কাজ করা হবে। যানবাহনের যন্ত্রপাতির দাম বৃদ্ধি, অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় রাজধানীতে পরিবহন ব্যবসা এখন অলাভজনক। ঢাকা মেট্রোতে স্পেশাল ভাড়া নির্ধারণ করার প্রস্তাব দেন তিনি।

আনফিট বাস বন্ধে বিআরটিএ কর্তৃপক্ষ আরও কয়েকবার সিদ্ধান্ত নিয়ে বাস মালিকদের সময়সীমা বেঁধে দিয়েছিল। কিন্তু তা কার্যকর করতে পারেনি সংস্থাটি।

শেয়ার করুন