২২ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ১১:৩৩:২৩ অপরাহ্ন
বরেন্দ্র সচেতন সমাজের ৫ম বর্ষপূর্তি
তুহিন অলিভার
  • আপডেট করা হয়েছে : ২১-১০-২০২৪
বরেন্দ্র সচেতন সমাজের ৫ম বর্ষপূর্তি

এসো মিলি প্রাণের বন্ধনে এই প্রতিপাদ্য নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন বরেন্দ্র সচেতন সমাজের ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 


রবিবার ( ২০ অক্টোবর) বিকাল ৫ টায়  রাজশাহী মহানগরীর সেফ গার্ডেন রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এই আয়োজন করা হয়। 


এই  স্বেচ্ছাসেবী  সংগঠনটি যে সকল কার্যক্রম করে থাকে, ত্রাণ কার্যক্রম পরিচালনা, শীতবস্ত্র বিতরণ,  বৃক্ষরোপণ কর্মসূচি,  সচেতনতামূলক সেমিনার আয়োজন,  ঈদ সামগ্রী বিতরণ,  সামাজিক দায়বদ্ধতা সৃষ্টি,  মাদকমুক্ত সমাজ গঠনে অবদান রাখা।


৫ম বর্ষপূর্তি এই অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এই সংগঠনটির উপদেষ্টা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবিক বিভাগের প্রভাষক মো: রায়হানুজ্জামান সোহান।


এই সময় তিনি বলেন,  এই সংগঠনটি অসহায় মানুষদের  জন্য যে ভাবে সহযোগিতা করছে তা প্রশংসার যোগ্য। সংগঠনটির অধিকাংশই  শিক্ষার্থী,  তারা নিজের পকেট খরচের টাকা জমিয়ে এমন মহতি কাজ করে। 



অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বরেন্দ্র সচেতন সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি মো: রায়হান রোহান। 



এছাড়াও  উপস্থিত ছিলেন ক্রাইম নিউজের সম্পাদক গোলাম মোস্তফা নাহীদ,  উপদেষ্টা মন্ডলীর সদস্য  ইবতেশাম তনয়া, সাধারণ সম্পাদক রুকাইয়া জামানসহ সংগঠনটির সকল সদস্যবৃন্দ।

শেয়ার করুন