২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৩:১২:৩৬ অপরাহ্ন
রাজশাহীতে প্রশাসন ও শিক্ষায় বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন
  • আপডেট করা হয়েছে : ০৫-১১-২০২৪
রাজশাহীতে প্রশাসন ও শিক্ষায় বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন

প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ থেকে দলীয়করণ বন্ধ করা এবং শিক্ষাক্ষেত্রে সব ধরনের বৈষম্য দূরীকরণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে নাগরিক পার্লামেন্ট বাংলাদেশ নামে একটি সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বক্তারা জানান, প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ক্ষমতাসীন দলের সহযোগীদের অবস্থান থাকার কারণে অন্তবর্তীকালীন সরকারের বিভিন্ন উদ্যোগ ব্যর্থ হতে পারে।


বক্তারা আরও অভিযোগ করেন, বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার দৃশ্যমান সফলতা দেখাতে পারেনি। তাদের মতে, বিগত সরকারের সমর্থকরা এখনও প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে কলকাঠি নাড়াচ্ছেন, যা বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে। এ অবস্থায় বাজারের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে বলে তারা দাবি করেন।


এ সময় বক্তারা শিক্ষাক্ষেত্রে বিদ্যমান বৈষম্যের প্রতি আলোকপাত করেন। তারা জানান, বৈষম্যপূর্ণ শিক্ষা ব্যবস্থার কারণে কিশোর গ্যাং সংস্কৃতির উত্থান ঘটেছে, যা দেশের সামাজিক স্থিতিশীলতায় মারাত্মক প্রভাব ফেলেছে। শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে ভর্তি পরীক্ষা নিশ্চিতকরণ এবং সেশনজট মুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান গঠনের আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, বিগত ১৫ বছরের জমে থাকা সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব না হলেও, যারা সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত তাদের দ্রুত অপসারণ জরুরি।


এই মানববন্ধনে নাগরিক পার্লামেন্টের সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাগরিক পার্লামেন্টের আহ্বায়ক মাহমুদ নাসের, মহিলা বিষয়ক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি এবং অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন