২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৪:১৬:০৯ অপরাহ্ন
মোস্তাফিজের তোপে চরম চাপে আফগানিস্তান
  • আপডেট করা হয়েছে : ০৬-১১-২০২৪
মোস্তাফিজের তোপে চরম চাপে আফগানিস্তান

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। বুধবার (৬ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে পেসার মোস্তাফিজুর রহমানের তিন উইকেট শিকারে চাপে পড়েছে আফগানরা। ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৪ রান সংগ্রহ করেছে আফগানিস্তান।


টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় আফগানিস্তান। দলীয় ৭ রানে ৭ বলে ৫ রান করে সাজঘরে ফিরে যান রহমানুল্লাহ গুরবাজ। তাকে আউট করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। 


গুরবাজের বিদায়ের পর ক্রিজে আসা রহমত শাহকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন অভিষিক্ত সেদিকউল্লাহ আতাল। শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন এই দুই ব্যাটার। তবে দলীয় ৩০ রানে ফের উইকেট হারায় আফগানরা। 


১৩ বলে ২ রান করা রহমতকে সাজঘরে ফেরান পেসার মোস্তাফিজুর রহমান। এরপর দ্রুতই আফগান শিবিরে আরও জোড়া আঘাত হানেন মোস্তাফিজ। অভিষিক্ত সেদিকউল্লাহ ও আজমতুল্লাহ ওমরজাইকে আউট করেন তিনি। সেদিকউল্লাহ ২৯ বলে ২১ ও ওমরজাই রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান।    


শেয়ার করুন