১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৯:৫৫:৩১ অপরাহ্ন
রাজশাহীতে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে পথচারীর মৃত্যু
  • আপডেট করা হয়েছে : ১৩-১১-২০২৪
রাজশাহীতে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে পথচারীর মৃত্যু

রাজশাহীর দুর্গাপুর বাজারে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে এক পথচারী নিহত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) বেলা ১১ টার দিকে দুর্গাপুর পৌর সদরের সিংগা হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


নিহত ব্যক্তি পানানগর খাঁপাড়া গ্রামের আনছার আলী খাঁন (৭০), তিনি দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার আলী খাঁন ও কাঠালবাড়িয়া শহীদ আবুল কাশেম স্কুল এন্ড কলেজের অধ্যাপক ডক্টর সেলিম রেজা খাঁনের বড় ভাই।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত আনছার আলী খাঁন বাড়ির জন্য সবজি বাজার কেনার উদ্দেশ্যে দুর্গাপুর উপজেলা সদরের সিংগাহাটে আসেন।


বাজার শেষে বাড়ি ফেরার জন্য সিংগাহাট হাট দুর্গাপুর ব্রিজ পার হওয়ার জন্য হেঁটে রওয়ানা দেন। সে সময় বিপরীত থেকে আসা ঘাতক ট্রাকটি তাকে চাঁপা দিয়ে আহত করে ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যায় ট্রাকের ড্রাইভার। ঘটনাস্থলে উপস্থিত লোকজন দ্রুত আহত আনছার আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে দুর্গাপুর থানা পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে মৃতদেহ থানায় নিয়ে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি সহ অপমৃত্যু মামলা রুজু করে দাফনের জন্য মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করেন দুর্গাপুর থানা পুলিশ।


দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দূরুল হোদা বলেন, সিংগাহাট এলাকায়  ট্রাকের  চাকায় পিষ্ট হয়ে পানানগর গ্রামের এক বৃদ্ধ নিহত হয়েছে। ঘাতক ট্রাক ড্রাইভার ট্রাকটি নিয়ে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি, তবে ট্রাকটি এখন কোথায় অবস্থান করছে এ বিষয়ে অনুসন্ধান চলছে আশা করি দ্রুত ট্রাকটি আটক করতে অভিযান পরিচালনা করছে দুর্গাপুর থানা পুলিশ।


এদিকে নিহতর পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় সুরতহাল রিপোর্ট ও থানায় অপমৃত্যু মামলা রুজু শেষে মৃতদেহ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


শেয়ার করুন