১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৫:৩১:৪৭ অপরাহ্ন
আহতদের সুচিকিৎসার দাবিতে রায়পুর-লক্ষ্মীপুরে মহাসড়ক অবরোধ
  • আপডেট করা হয়েছে : ২১-১১-২০২৪
আহতদের সুচিকিৎসার দাবিতে রায়পুর-লক্ষ্মীপুরে মহাসড়ক অবরোধ

ছাত্র-জনতা আন্দোলনে হামলাকারীদের বিচার এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে।


বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে আহত-নিহত পরিবারের সদস্য ও ছাত্র-জনতা।


অপরাধীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা এবং আহতদের সুচিকিৎসার নিশ্চিতের দাবি জানান ছাত্র-জনতা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ার করা হয়।


এদিকে সড়ক অবরোধ করে রাখায় পাঁচ ঘন্টাব্যাপী শহরে তীব্র যানজট তৈরি হয়। তবে জরুরি সেবাদানকারী যানবাহন ছেড়ে দেন আন্দোলনকারীরা।


বিক্ষোভে বক্তব্য রাখেন-শহিদ আফনানের মা নাসিমা আক্তার, শহিদ সাব্বিরের বাবা আমির হোসেন, শহিদ শাওনের বাবা আবুল বাসার, আহত ফাহিম, ইউসুফ আলম রিপন, আবদুল মতিন, সুজন, হারুন, ইউসুফ আল মাহমুদ, সজিবসহ ছাত্র-জনতা।


লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজিব কুমার সরকার বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে আহত ছাত্রদের সহযোগিতা দেওয়া হয়েছে। চিকিৎসাও দেওয়া হচ্চে। প্রয়োজনে আরও সহযোগিতা ও চিকিৎসা খরচ দেওয়া হবে। ছাত্র-অভিভাবকদের বুঝিয়ে শান্ত্বনা দেওয়া হয়েছে।


শেয়ার করুন