২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ০৫:৩২:৩৭ অপরাহ্ন
নিজের ভোট দিতে পারবেন না হিরো আলম!
  • আপডেট করা হয়েছে : ১৭-০৭-২০২৩
নিজের ভোট দিতে পারবেন না হিরো আলম!

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলোচিত ইউটিউবার মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ভোট দিতে পারবেন না। শুধু হিরো আলম নন, একাধিক প্রার্থী নিজেকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না।

হিরো আলম ঢাকা-১৭ আসনের ভোটার নন, তিনি বগুড়ার ভোটার। নির্বাচনী আইন অনুযায়ী, সংসদ নির্বাচনে যে কোনো আসন থেকে নির্বাচন করার সুযোগ থাকলেও ভোট দেওয়ার সুযোগ নেই।

এদিকে, এই আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হলেও প্রত্যেকটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে। আবার ভোটার উপস্থিতি বেশি দেখাতে যারা ভোটর না তাদেরকেও লাইনে দাঁড় করানোর ঘটনা ঘটছে। 

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ৮ জন। তাদের মধ্যে দলীয় প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের মোহম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টি-জাপার সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন। 

আর স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছেন আলোচিত মো. আশরাফুল আলম (হিরো আলম) ও মো. তারিকুল ইসলাম।


শেয়ার করুন