০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১০:২১:৪৭ পূর্বাহ্ন
রাজশাহীতে উদ্ধারকৃত ৫৩ মোবাইল ও টাকা ফেরত দিল পুলিশ
রাকিবুল হোসেন শাহীন
  • আপডেট করা হয়েছে : ২৪-০৯-২০২৫
রাজশাহীতে উদ্ধারকৃত ৫৩ মোবাইল ও টাকা ফেরত দিল পুলিশ

রাজশাহীতে হারানো ৫৩টি মোবাইল ফোন ও বিকাশের মাধ্যমে উদ্ধারকৃত ১১ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ।


২৪ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টা ১৫ মিনিটে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো: শরিফুল ইসলাম মালিকদের হাতে মোবাইল ফোনগুলো তুলে দেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


জানা যায়, রাজশাহীর ৮টি থানায় মোবাইল হারানোর ঘটনায় বিভিন্ন সময়ে ৫৩ জন ভুক্তভোগী সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। পরে পুলিশ সুপার কার্যালয়ের সাইবার ক্রাইম সেল প্রযুক্তির সহায়তায় ফোনগুলো উদ্ধার করে।


উদ্ধারকৃত ফোনগুলোর মধ্যে রয়েছ ভিভো ৮টি, স্যামসাং ৬টি, শাওমি ১১টি, রিয়েলমি ৭টি, ইনফিনিক্স ৩টি, আইটেল ২টি, টেকনো ৩টি, ওপ্পো ৭টি, ওয়ালটন ১টি, সেম্ফনি ৩টি ও টিসিএল ব্র্যান্ডের ২টি। এছাড়া বিকাশের মাধ্যমে হারানো ১১ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফেরত দেওয়া হয়।


অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো: শরিফুল ইসলাম বলেন, “প্রকৃত মালিকের নিকট উদ্ধারকৃত ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। আমি মনে করি এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে।”


হারানো মোবাইল ফিরে পেয়ে মালিকরা খুশি হয়ে রাজশাহী জেলা পুলিশের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও জেলা পুলিশ একইভাবে জনগণের পাশে থেকে নিরবচ্ছিন্ন সেবা প্রদান করবে। একই সঙ্গে পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

শেয়ার করুন