২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ০৫:২৬:৪৭ অপরাহ্ন
সাকিবের বাড়িতে দলীয় কর্মী-সমর্থকদের ভিড়, মিষ্টি বিতরণ
  • আপডেট করা হয়েছে : ২৭-১১-২০২৩
সাকিবের বাড়িতে দলীয় কর্মী-সমর্থকদের ভিড়, মিষ্টি বিতরণ

মাগুরা-১ আসন থেকে ক্রিকেটার সাকিব আল হাসানকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ায় দলীয় সভানেত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি দলের সাধারণ নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেছেন।


বিকাল ৪টার দিকে জেলার সদর ও শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত এ আসনের প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষ সাকিবের বাড়িতে ভিড় করতে শুরু করেন। এ সময় তারা নিজ উদ্যোগে উপস্থিত কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করে আনন্দ উল্লাস করেন।


দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাকিবের বাড়ি শহরের সাহাপাড়া এবং কেশবমোড় এলাকায় পুলিশের টহল জোরদারের পাশাপাশি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।


জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রানা আমির ওসমান বলেন, আমি নিজেও এ আসনের প্রার্থী ছিলাম; কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববরেণ্য ক্রিকেটার সাকিব আল হাসানের ওপর আস্থা রেখেছেন। আমরা সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তাকে বিজয়ী করতে কাজ করব।


জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহ বলেন, সাকিব দলের সদস্য নয়। দলীয় সভানেত্রী সাকিবকে মনোনয়ন দিয়েছেন। এখন কেন্দ্র থেকে তার বিষয়ে যে সিদ্ধান্ত দেওয়া হবে সেই অনুযায়ী দলীয় কর্মকাণ্ড পরিচালিত হবে।


শেয়ার করুন