১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৪:০২:৫৪ অপরাহ্ন
ফার্মগেটে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
  • আপডেট করা হয়েছে : ২৩-১১-২০২৪
ফার্মগেটে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর ফার্মগেটের একটি বাণিজ্যিক ভবনে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। শনিবার (২৩ নভেম্বর) ৯টা ২০ মিনিটের দিকে আগুন লাগার খবর পাওয়া যায়।


ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর আব্দুর রহিম গণমাধ্যমকে জানান, আজ সকাল ৯টা ২০ মিনিটে  ফার্মগেটের সাততলা মানসী প্লাজার বেজমেন্টে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে সেখানে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পাঠানো হয়।

আবদুর রহিম আরো বলেন, আগুন ভয়াবহ নয়। কিন্তু অনেক ধোঁয়া থাকায় অগ্নিনির্বাপণ বিলম্বিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


শেয়ার করুন