২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার, ০৩:৪৩:১৮ পূর্বাহ্ন
হিন্দুদের নিয়ে ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত মিথ্যাচার করছে: মানঞ্জুর আল মতিন
  • আপডেট করা হয়েছে : ০৭-১২-২০২৪
হিন্দুদের নিয়ে ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত মিথ্যাচার করছে: মানঞ্জুর আল মতিন

বাংলাদেশের হিন্দু সম্প্রদায় নিয়ে ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য আইনজীবী মানঞ্জুর আল মতিন। 


শনিবার (৭ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার মংলারগাঁও গ্রামে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি সঙ্গে নিয়ে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।


মানঞ্জুর আল মতিন বলেন, এদেশের হিন্দু সম্প্রদায় নিয়ে ভারতের গণমাধ্যম অনেক মিথ্যাচার করছে, তাদের বিরুদ্ধে ‘সত্যই’ আমাদের একমাত্র হাতিয়ার। যে ঘটনা ঘটেছে- তা আমরা স্বীকার করবো, তার প্রতিবিধানের চেষ্টা করবো। তাহলেই ভারতের গণমাধ্যম যে মিথ্যাচার প্রতিনিয়ত করছে, সেগুলোর বিরুদ্ধে সত্যই হবে আমাদের হাতিয়ার। তাই ঘটনা স্বীকার করে প্রতিবিধান করে, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। 


দোয়ারাবাজারে হিন্দুদের বাড়িঘরে হামলার বিষয়ে তিনি বলেন, এখানে কিছু হিন্দুদের বাড়িঘরে হামলা হয়েছে, হামলার চিহ্ন এখনো রয়েছে। আমরা চাই এই ধরনের ঘটনা আর কখনোই না হোক। এখানে সংখ্যা হয়তো ভারতীয় গণমাধ্যম বাড়িয়ে বলছে, ক্ষতির পরিমাণও বাড়িয়ে বলছে। সরেজমিনে আসলে হামলার বিষয়টি পরিষ্কার হবে। মানুষের বাড়িতে হামলা, মানুষকে অনিরাপদ করা, তাদের শিশুসহ পালিয়ে যাওয়া; এটা আমার বাংলাদেশে হতে পারে না। 


তিনি আরও বলেন, তারা আগেও দীর্ঘদিন সম্প্রতির সঙ্গে বসবাস করছিলেন। কারা এই ঘটনার পেছনে ইন্ধন দিচ্ছে, সেটা খুঁজে বের করা জরুরি। এটার পেছনে আরও শক্তি রয়েছে। কতগুলো প্রশ্ন সামনে চলে আসছে- কারা এই মানুষ গুলোকে উত্তেজিত করছে, এক জায়গায় জড়ো করছে, কারা নিয়ে আসছে, কারা বাংলাদেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে, কারা বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছে? তাদেরকে অবশ্যই চিহ্নিত করা প্রয়োজন।


এ সময় জাতীয় নাগরিক কমিটির সদস্য প্রিতম দাশ, চিকিৎসক এ্যাক্টিবিস্ট তাজনুবা জাবিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন