ইসলামী আইনজীবী পরিষদের ১৩তম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে আগামীকাল (১৯ জানুয়ারি)।বিকাল ৩টায় বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির শহিদ শফিউর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ বার কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এএম মাহবুব উদ্দিন খোকন, সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শেখ আতিয়ার রহমান, অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার।
সম্মেলনে সভাপতিত্ব করবেন ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান শেখ। এছাড়াও সম্মেলনে আইনজীবী ও বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।