১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৭:৫১:৩০ পূর্বাহ্ন
রাজশাহীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা
তুহিন অলিভার
  • আপডেট করা হয়েছে : ০৯-১২-২০২৪
রাজশাহীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস  উপলক্ষ্যে  মানববন্ধন ও আলোচনা সভা

"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতাঃ গড়বে আগামীর শুদ্ধতা" প্রতিপাদ্য নিয়ে রাজশাহীতে  আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস  উপলক্ষ্যে  মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।


সোমবার  (০৯ ডিসেম্বর)  সকাল ৮টায় নগরীর রাজপাড়া থানাধীন সিএন্ডবি মোড়স্থ রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে, দুর্নীতি দমন কমিশন রাজশাহীর উদ্যোগে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। 


উক্ত মানববন্ধন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার এনডিসি খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী রেঞ্জ ডিআইজি আলমগীর রহমান, আরএমপি পুলিশ কমিশনার আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার, সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি ড. সিদ্ধার্থ সরকার তালুকদার, দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় উপ-পরিচালক ফজলুল বারী, 


অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন  দুর্নীতি দমন কমিশন, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক কামরুল আহসান।


 

 আলোচনা সভায় বক্তাগণ বলেন, বাংলাদেশের প্রায় সব ক্ষেত্রেই দুর্নীতি বিরাজমান রয়েছে, দুর্নীতি একটি সামাজিক ব্যাধী। দুর্নীতি দমন কমিশনের একার পক্ষে সকল সমস্যা সমাধান করা সম্ভব নয়। দুর্নীতি প্রতিরোধে দেশের সকল নাগরিককে সচেতন হতে হবে। দুর্নীতি প্রতিরোধ করতে প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা-কর্মচারীদের সততা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে। 



পরিশেষে বক্তারা বলেন, সকল ভেদাভেদ ভুলে নিজেকে শুদ্ধকরনের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে ঘোষণাকৃত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের জন্য কাজ করতে হবে।


শেয়ার করুন