রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদারকে আর্থিক অনিয়মের অভিযোগে সব কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি তদন্তের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে- অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদারের বিরুদ্ধে আরবি বিভাগের ২২ জন শিক্ষকের মধ্যে ২১ জন শিক্ষক একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক অনিয়মের বিষয়ে অভিযোগ এবং অনাস্থা আনার পরিপ্রেক্ষিতে উপাচার্য একটি তদন্ত কমিটি গঠন করেছেন।
চিঠিতে আরও বলা হয়েছে- তদন্ত কমিটির কার্যক্রম চলাকালীন আরবি বিভাগের যাবতীয় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে তাকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ বলেন, আরবি বিভাগের প্রায় সব শিক্ষক অধ্যাপক ছবিরুল ইসলাম হাওলাদারের বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ নানা অভিযোগ এনেছেন। সেগুলো খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের স্বার্থে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।