২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১২:৪৯:০৭ পূর্বাহ্ন
রাজশাহীতে বড়দিন উদযাপন
  • আপডেট করা হয়েছে : ২৫-১২-২০২৪
রাজশাহীতে বড়দিন উদযাপন

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মহোৎসব শুভ বড়দিন। দিবসটি উপলক্ষে বুধবার সকালে মহানগরীর ডিঙ্গাডোবা চার্চে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী প্রার্থনায় বাংলাদেশসহ গোটা বিশ্বের মানুষের সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। 


এছাড়া সিটি চার্চসহ মহানগরীর অন্যান্য উপাসনালয়ে যিশু খ্রিস্টকে স্মরণ করে প্রার্থনা করা হচ্ছে। বড়দিনকে ঘিরে রাজশাহীর আদিবাসী খ্রিস্টান পল্লীগুলোও এখন উৎসবমুখর হয়ে উঠেছে।


উৎসবে রাজশাহী মহানগরীর ডিঙ্গাডোবায় উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জায় রাজশাহীস্থ ভারতীয় সরকারি হাইকমিশনার মনোজ কুমার, রাজশাহী বিভাগীয় ধর্মপ্রদেশের প্রধান বিশপ জের্ভাস রোজারিওসহ মহানগর ও জেলার বিভিন্ন গির্জার প্রধানগণ উপস্থিত ছিলেন। 


ব্যাপক উৎসাহ উদ্দীপনায় তারা বড়দিন উৎসব উদযাপন করছেন। দিনব্যাপী সার্বজনীন প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বড়দিনের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠত হচ্ছে। 


দিনটি উদযাপনের লক্ষ্যে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চার্চগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।


শেয়ার করুন