সদ্যসমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের টি ২০ সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এতে বড় অবদান রাখার পুরস্কার র্যাংকিংয়ে পেলেন টাইগার বোলাররা।
বুধবার প্রকাশিত আইসিসি র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদে টি ২০ বোলারদের তালিকায় ক্যারিয়ারসেরা অবস্থানে উঠে এসেছেন বাংলাদেশের পাঁচ বোলার-মেহেদী হাসান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, হাসান মাহমুদ ও তানজিম হাসান। শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন সিরিজসেরা মেহেদী হাসান।
তিন ম্যাচে মাত্র ৫.৭৫ গড় ও ৪.১৮ ইকোনমি রেটে আট উইকেট নেওয়া ডান-হাতি অফ-স্পিনার মেহেদী ১৩ ধাপ এগিয়ে এখন ১০ নম্বরে। ৩০ বছর বয়সি এই স্পিনিং অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৬৩৬। অলরাউন্ডারদের র্যাংকিংয়েও ১০ ধাপ এগিয়েছেন মেহেদী (৩০)।
টি ২০ বোলারদের র্যাংকিংয়ে মেহেদীর পরেই রয়েছেন তাসকিন। তিন ম্যাচে সাত উইকেট নেওয়া ডান-হাতি পেসার তাসকিন ১৩ ধাপ এগিয়ে উঠেছেন ১১ নম্বরে। তার রেটিং পয়েন্ট ৬৩০। ছয় উইকেট নেওয়া ডান-হাতি লেগ-স্পিনার রিশাদ ২১ ধাপ এগিয়ে ৬২১ রেটিং পয়েন্ট নিয়ে আছেন ১৭ নম্বরে। চার উইকেট নেওয়া হাসান মাহমুদ ২৩ ধাপ এগিয়ে উঠেছেন ২৪ নম্বরে। আরেক পেসার তানজিম ১৬ ধাপ এগিয়ে ৪৫ নম্বরে।
ব্যাটারদের র্যাংকিংয়ে সেরা ত্রিশে নেই বাংলাদেশের কেউ। তবে বড় লাফ দিয়েছেন শেষ ম্যাচে ৭২* রানের ইনিংস খেলা জাকের আলী। ৮৫ ধাপ এগিয়ে তিনি উঠেছেন ৮৭ নম্বরে।
টেস্ট বোলারদের র্যাংকিংয়ে ভারতের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৯০৪ রেটিং পয়েন্টের রেকর্ড ছুঁয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জাসপ্রিত বুমরা। ২০১৬ সালে তার সমান ৯০৪ রেটিং পয়েন্ট পেয়েছিলেন গত সপ্তাহে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো রবিচন্দ্রন অশ্বিন।