০৪ জানুয়ারী ২০২৫, শনিবার, ০৯:৫০:২৪ পূর্বাহ্ন
সুনামগঞ্জে সাবেক পৌর মেয়রসহ ৫ আ.লীগ নেতা কারাগারে
  • আপডেট করা হয়েছে : ২৯-১২-২০২৪
সুনামগঞ্জে সাবেক পৌর মেয়রসহ ৫ আ.লীগ নেতা কারাগারে

সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাদের বখতসহ আওয়ামী লীগের ৫ নেতা কারাগারে  পাঠিয়েছেন আদালত। রোববার দুপুরে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার ওই পাঁচ আসামি।



আদালতের বিচারক নির্জন কুমার মিত্র তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।



নাদের বখত ছাড়া বাকিরা হলেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, জেলা আওয়ামী লীগের সদস্য সাহারুল আলম আফজল ও ছাত্রলীগ কর্মী মুছিবুর রহমান।



সুনামগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক-২ অজয় চন্দ্র দেব যুগান্তরকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।



এ ব্যাপারে বাদীপক্ষের আইনজীবী মোশাহিদ আলী জানান, ছাত্রজনতার ওপর হামলার মামলায় সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নাদের বখতসহ ৫ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।



উল্লেখ্য, গত ৪ আগস্টে সুনামগঞ্জে ছাত্রজনতার উপর হামলা মামলার ঘটনায় ৯৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন ভিকটিম জহুর আলীর ভাই হাফিজ আহমেদ। ২ সেপ্টেম্বর সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতে মামলাটি দায়ের করেন তিনি।   মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট, সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, সাবেক উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল, রেজাউল করিম শামীম, সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নাদের বখতসহ অজ্ঞাত ২০০ জনকে আসামি করা হয়।


শেয়ার করুন