২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ০৪:৩৭:৫৬ অপরাহ্ন
চট্টগ্রামে বাস দুর্ঘটনায় শিল্প পুলিশের ১৫ সদস্য আহত
  • আপডেট করা হয়েছে : ২১-০৫-২০২২
চট্টগ্রামে বাস দুর্ঘটনায় শিল্প পুলিশের ১৫ সদস্য আহত চট্টগ্রামে বাস দুর্ঘটনায় শিল্প পুলিশের ১৫ সদস্য আহত

চট্টগ্রামের পাহাড়তলীতে বাস দুর্ঘটনায় শিল্প পুলিশের ১৫ সদস্য আহত হয়েছেন। আহত সবাইকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা কিছুটা গুরুতর বলে জানান দায়িত্বরত চিকিৎসক।

শনিবার (২১ মে) সকাল ৯টায় নগরীর সাগরিকা রোডে এ ঘটনা ঘটে।



আহত পুলিশ সদস্যরা জানান, উত্তর কাট্টলীর পুলিশ লাইনে প্যারেড শেষ করে ফেরার সময় নগরীর সাগরিকা রোডে দুটি বাসে বসে অপেক্ষা করছিলেন পুলিশ সদস্যরা। এ সময় ১১ নম্বর রুটের একটি সিটি সার্ভিস বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার ডিভাইডারে ধাক্কা দেয়, তারপর সজোরে এসে ধাক্কা দেয় পুলিশের বাসে।


এ সময় বাসের ভেতরে থাকা ১৫ পুলিশ সদস্য আহত হন। আহতদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়, পরবর্তী সময়ে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করানো হয়।


ঘটনার পরই আহত পুলিশ সদস্যদের দেখতে মেডিকেলে আসেন সিএমপির কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। এ সময় তিনি চিকিৎসার বিভিন্ন খোঁজখবর নেন।



কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, আহতদের মধ্যে দুজন পুলিশ সদস্যের অবস্থা কিছুটা গুরুতর। তবে তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা সিএমপির পক্ষ থেকে নেওয়া হচ্ছে। চিকিৎসার সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। এ ছাড়া ধাক্কা দেওয়া ১১ নম্বর রুটের বাসটি জব্দ করা গেলেও চালক পলাতক বলে জানান কমিশনার।


গুরুতর আহতদের সম্পর্কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার এস এম নোমান খালেদ চৌধুরী জানান, গুরুতর দুজনকে চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে একজনকে সিটি স্ক্যান করতে দেওয়া হয়েছে। রিপোর্ট দেখে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অন্যজনকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শেয়ার করুন