আগামীকাল আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন বাদশাহ শাহরুখ খান, বলিভাইজানখ্যাত অভিনেতা সালমান খানসহ বলিউডের একঝাঁক তারকা। একদিন পরই কলকাতার ইডেন গার্ডেনসে পর্দা উঠতে যাচ্ছে আইপিএলের ১৮তম আসরের। সেই উদ্বোধনী ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ঘরের মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স।
আর এই ম্যাচের আগে হবে উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে অংশগ্রহণ করবেন স্বয়ং বলিউড বাদশা শাহরুখ খান। তিনি তার দল কেকেআরের সমর্থনে উপস্থিত থাকবেন। অন্যদিকে সালমান খান তার সিনেমা ‘সিকান্দার’ প্রচার করতে আসছেন। এ সন্ধ্যাটি অত্যন্ত বিশেষ হতে যাচ্ছে বলে জানা গেছে আয়োজক সূত্রে।
জানা গেছে বেশ কিছু তারকা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এর মধ্যে 'দেশিগার্ল'খ্যাত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া, ভিকি কৌশল, শ্রদ্ধা কাপুর, সঞ্জয় দত্ত উপস্থিত থাকবেন। এ ছাড়া ক্যাটরিনা কাইফ, অনন্যা পান্ডে, মাধুরী দীক্ষিত, জাহ্নবী কাপুর, কারিনা কাপুর, পূজা হেগড়ে, আয়ুষ্মান খুরানা, সারা আলি খানও উপস্থিত থাকার কথা রয়েছে।
আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, করণ অউজলা, দিশা পাটানী, শ্রদ্ধা কাপুর ও বরুণ ধাওয়ান পারফর্ম করবেন। ‘ওয়ানরিপাবলিক’ ব্যান্ডটিকে করণ অউজলা এবং দিশা পাটানীর সঙ্গে পারফর্ম করতে দেখা যাবে। এই উদ্বোধনী অনুষ্ঠানে অনেক বড় খেলোয়াড়ও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
আইপিএলে অংশ নেওয়া দশ দল হলো— গুজরাট টাইটান্স, কলকাতা নাইট রাইডার্স, লখনউ সুপার জায়ান্টস, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ। ১৩ ভেন্যুতে অনুষ্ঠিত হবে ৭৪টি ম্যাচ।