০৫ জানুয়ারী ২০২৫, রবিবার, ০৪:৫৭:৩৬ পূর্বাহ্ন
ভাঙ্গুড়ায় তারুণ্যের উৎসব: উদ্যমে বদলের বার্তা
  • আপডেট করা হয়েছে : ৩০-১২-২০২৪
ভাঙ্গুড়ায় তারুণ্যের উৎসব: উদ্যমে বদলের বার্তা

পাবনার ভাঙ্গুড়ায় যুবসমাজের অনুপ্রেরণায় আয়োজিত তারুণ্যের উৎসব-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’। আজ সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ উৎসব উদ্বোধন করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে, একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর এলাকা প্রদক্ষিণ করে, যা পুরো আয়োজনে প্রাণের সঞ্চার করে।


উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ উৎসবে স্থানীয় তরুণ-তরুণীরা ব্যাপক সাড়া দেয়।


উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিয়া আক্তার রোজী, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক, ক্রীড়া সম্পাদক শাখাওয়াত হোসেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সামিউল ইসলাম তাজ।


উৎসবটি তরুণ প্রজন্মের মধ্যে উদ্যম ও পরিবর্তনের বার্তা ছড়িয়ে দিতে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে।

শেয়ার করুন