০৮ জানুয়ারী ২০২৫, বুধবার, ০৩:০৪:২৭ অপরাহ্ন
পুরানা পল্টনে আগুন, উদ্ধার সহায়তায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন
  • আপডেট করা হয়েছে : ০৭-০১-২০২৫
পুরানা পল্টনে আগুন, উদ্ধার সহায়তায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজধানীর পুরানা পল্টনে মানিকগঞ্জ ভবনে আগুনের ঘটনায় উদ্ধার সহায়তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিববি) সদর দপ্তরে থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর পুরানা পল্টনে মানিকগঞ্জ ভবনে আগুনের ঘটনায় উদ্ধার সহায়তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।


এদিকে ফায়ার সার্ভিসের তথ্যমতে, রাজধানীর পুরানা পল্টনে ৪ তলা ভবনের ২ তলায় একটি ল’চেম্বারে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জনানো হয়েছে। 


ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম কর্মকর্তা তালহা বিন জসীম জানান, রাজধানীর পুরানা পল্টনের মানিকগঞ্জ হাউজের ৪ তলা ভবনের ২ তলায় একটি ল'চেম্বারে সকাল ৯টা ১৭ মিনিটের দিকে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ৯টা ২৪ মিনিট নাগাদ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।


শেয়ার করুন