১৫ জানুয়ারী ২০২৫, বুধবার, ০৭:২৪:১২ পূর্বাহ্ন
প্রধান উপদেষ্টা ঘোষিত সময় ধরে ভোটের প্রস্তুতি চলছে: ইসি সচিব
  • আপডেট করা হয়েছে : ১৪-০১-২০২৫
প্রধান উপদেষ্টা ঘোষিত সময় ধরে ভোটের প্রস্তুতি চলছে: ইসি সচিব

প্রধান উপদেষ্টা ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচনের যে সম্ভাব্য সময়ের কথা বলেছেন, সে অনুযায়ী প্রস্তুতিমূলক কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।


এদিন প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করে ইউএনডিপির আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। পাশাপাশি নির্বাচন কমিশন সচিবের সঙ্গে কারিগরি সহায়তার বিষয়ে বৈঠক করেন তারা।


বৈঠকের পর সাংবাদিকদের ইসি সচিব বলেন, ইউএনডিপির সহযোগিতাটা হচ্ছে কারিগরি। হার্ডওয়্যার, সফটওয়্যার, প্রশিক্ষণগত সহযোগিতার পাশাপাশি পরষ্পর অভিজ্ঞতা বিনিময়, সক্ষমতা তৈরির বিষয়, যোগোযোগ উন্নয়নের বিষয় থাকবে।


পরে নির্বাচনের সময়সূচি নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আখতার আহমেদ বলেন, বিষয়টি নিয়ে ইসি ‘আনুষ্ঠানিকভাবে অবগত নয়’।


তিনি আরও বলেন, এ ব্যাপারে আমার মতামত দেওয়ার সুযোগ নেই। কারণ, বিষয়গুলো আমি জানি না। আমাদের প্রস্তুতিটা হচ্ছে প্রধান উপদেষ্টা মহোদয় যে উইন্ডো দিয়েছেন, সে উইন্ডো নিয়ে আমরা কাজ করছি।


সার্বিক প্রস্তুতির বিষয়ে ইসি সচিব বলেন, ধারাবাহিকভাবে কমিশন থেকে বলা হচ্ছে। মাননীয় সিইসি ও অন্যান্য কমিশনাররা বলেছেন যে, আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় উইন্ডো দিয়েছেন, আমরা সে ইউন্ডো নিয়ে কাজ করছি।


শেয়ার করুন