জুনিয়রদের বাধ্যতামূলক, সিনিয়রদের পরামর্শ— বিসিসিআইয়ের কড়া নির্দেশ, জাতীয় দল ছাড়াও খেলতে হবে ঘরোয়া ক্রিকেট। রোহিত-কোহলি-শুভমনদের ওপর কোচ গৌতম গম্ভীরের পর চাপ বাড়াচ্ছে ভারতের বোর্ড। ফুসরত পেয়ে সেই কারণে রঞ্জি ট্রফিতে খেলতে নামছেন রোহিত শর্মা। ওই তালিকায় আছে শুভমন গিল ও বিরাট কোহলির নাম। তবে কোহলি খেলবেন কিনা, সেটি অনিশ্চিত।
রঞ্জি ট্রফিতে দিল্লির হয়ে ম্যাচ খেলতে রাজকোটে যাবার কথা কোহলির। সেখানে অনুশীলনেও যোগ দেওয়ার নির্দেশ আছে। কিন্তু সৌরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের আগে জানা গেছে চোটে পড়েছেন কোহলি। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, কোহলি নিজেই বোর্ডের চিকিৎসকদের জানিয়েছেন, তিনি পুরো সেরে ওঠেননি। তাই তাকেও রঞ্জির প্রথম ম্যাচের জন্য বিবেচনায় নিচ্ছে না বিসিসিআই।
দিল্লি ক্রিকেট সংস্থার সূত্রে ভারতের একাধিক মিডিয়া জানিয়েছে, ঘাড়ে ও পিঠে ব্যথা পেয়েছেন কোহলি। তাকে ইনজেকশনও নিতে হয়েছে। অনুশীলনও করতে পারেননি। যা নিয়ে চলছে মিশ্র আলোচনা। যদি চোট না সারে তবে তাকে হয়ত পরের ম্যাচেও দেখা যাবে না।
এমন খবরের পর কোহলিকে অবাধ্য বলছেন কেউ কেউ। ভারতের বোর্ডের কড়া নির্দেশ থাকা সত্ত্বেও শুধু সিনিয়র হওয়ার কারণে সুবিধা নিচ্ছেন কোহলি, এমনও বলছেন সমর্থকরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনার শিকার হচ্ছেন কোহলি। একাধিক সমর্থকের মতে, রঞ্জি ট্রফিতে খেলবেন না বলেই কোহলি চোটের নাটক করছেন।
তবে কোহলি চোট পেয়েছেন, বিষয়টি নিশ্চিত করেছে দিল্লি ক্রিকেট সংস্থা। তবে চোট ততটা গুরুতর নয়। সৌরাষ্ট্রের বিপক্ষে খেলতে না পারলেও কোহলি দিল্লির দলের হয়ে অনুশীলন করবেন। জানা যাচ্ছে, ভারতের সাবেক অধিনায়ক খুব দ্রুতই দিল্লির ডেরায় যোগ দেবেন। তবে তার রঞ্জিতে খেলা না খেলা পুরোটাই নির্ভর করছে চোট পরিস্থিতির ওপর।