২০ এপ্রিল ২০২৪, শনিবার, ১০:৩৭:১২ পূর্বাহ্ন
ইউক্রেনের ড্রোন ধ্বংস করার নির্দেশ রুশ প্রতিরক্ষামন্ত্রীর
  • আপডেট করা হয়েছে : ২০-০৭-২০২২
ইউক্রেনের ড্রোন ধ্বংস করার নির্দেশ রুশ প্রতিরক্ষামন্ত্রীর

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধরত সেনাদের অবস্থা ও যুদ্ধের অবস্থার খোঁজ-খবর নিতে সেনা কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেই ভিডিওতে দেখা যায় সেনা কমান্ডারদের সঙ্গে বৈঠক করছেন তিনি। 

ওই বৈঠকে জাপাদ মিলিটারি গ্রুপের প্রধান আন্দ্রেই সাইচেভি যুদ্ধের সম্মুখভাগের অবস্থা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেছে বলে জানানো হয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। 

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, মন্ত্রী সের্গেই সোইগু কমান্ডারদের নির্দেশ দিয়েছেন, রাশিয়ার সীমান্তের কাছে ইউক্রেনের যেসব ড্রোন ব্যবহার করা হচ্ছে সেগুলো যেন ধ্বংস করে দেওয়া হয়। 

তাছাড়া রুশ সেনারা যেসব স্থান দখল করেছে সেখানে যেন ইউক্রেনের সেনারা গোলাবর্ষণ করতে না পারে সেজন্য কার্যকরী পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন তিনি। 

এদিকে কয়েকদিন আগে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু স্বশরীরে দোনবাসে উপস্থিত হয়েছিলেন। 

শেয়ার করুন